January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 8th, 2021, 7:54 pm

দ্বিতীয়বার মা হওয়ার খবর জানালেন কাইলি

অনলাইন ডেস্ক :

২৪ বছর বয়সী মার্কিন মডেল, টেলিভিশন ব্যক্তিত্ব কাইলি জেনার দ্বিতীয়বার মা হওয়ার খবর নিজেই জানালেন। একটি আবেগঘন ভিডিওতে কাইলি ৮ সেপ্টেম্বর কিছু মুহূর্ত তুলে ধরে মা হওয়ার কথা প্রকাশ্যে আনেন কাইলি। কাইলির দ্বিতীয় সন্তানের বাবা তার বয়ফ্রেন্ড, র‌্যাপার ট্র্যাভিস স্কট। কাইলি যে ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, তিনি আবার মা হওয়ার খবর তিন বছরের মেয়ে স্টর্মি এবং বয়ফ্রেন্ড ট্র্যাভিসের সঙ্গে শেয়ার করছেন। ভিডিওতে রয়েছে ডাক্তারের কাছে যাওয়া, মা ক্রিস জেনারকে খবর দেওয়া মেয়ে স্টর্মির সঙ্গে বেশ কয়েকটি ছোট্ট ক্লিপ। ভিডিওতে দেখা যায়, কাইলি তার আল্ট্রাসাউন্ডের ছবি দেখিয়ে বলছেন, “এটি আমার জীবনের অন্যতম সেরা দিন”। এই ভিডিওতে কাইলির ২৪ বছরের জন্মদিনের কিছু মুহূর্তও উঠে এসেছে। ২০১৮-র ফেব্রুয়ারি মাসে প্রথমবার মা হয়েছিলেন কাইলি জেনার।গত অগস্টে কাইলির দ্বিতীয়ার বার মা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। নেটিজেনরা ছবি দেখেই অনুমান করেছিলেন, কাইলি মা হচ্ছেন। অবশেষে সেখবরই সত্যি প্রমাণিত হল।