অনলাইন ডেস্ক :
গেলো ৩০ নভেম্বর কলকাতার সুপারস্টার জিৎ নতুন সিনেমার ঘোষণা দেন। যেটার নাম ‘মানুষ’। পরিচালনায় কলকাতা বা ভারতের কেউ নয়, বরং বাংলাদেশের তরুণ নির্মাতা সঞ্জয় সমদ্দার। তবে সিনেমায় নায়িকা কে হচ্ছেন, সেদিন তা জানানো হয়নি। দুই সপ্তাহ পর এলো নায়িকা সংবাদ। এখানেও চমকে দিলেন টলিউডের ‘বস’। জানালেন, তার এই সিনেমায় নায়িকা হচ্ছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। গত বুধবার সন্ধ্যায় জিতের প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক পেজ থেকে ছবির মূল চরিত্রের নামগুলো ঘোষণা করা হয়েছে। সেখানেই জ্বলজ্বল করছে মিমের নামটি। ‘মানুষ’-এ জিৎ-মিমের সঙ্গে আরও থাকছেন জিতু কমল, সুস্মিতা চ্যাটার্জি, সৌরভ চক্রবর্তী প্রমুখ। ছবিটি প্রযোজনা করছেন জিৎ নিজেই। অ্যানাউন্সমেন্ট পোস্ট শেয়ার করে মিমও নিশ্চিত করলেন খবরটি। বললেন, ‘আমার পরবর্তী কাজ।’ এর আগেও জিতের সঙ্গে কাজ করেছেন মিম। সেই সিনেমার নাম ‘সুলতান: দ্য সেভিয়র’। রাজা চন্দ পরিচালিত সিনেমাটি ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই জায়গাতেই ছবিটি ব্যাপক সাড়া পায়। এ নিয়ে দ্বিতীয়বার এক হলেন জিৎ-মিম। ‘মানুষ’ দিয়ে পুনরায় দর্শক মনে আলোড়ন তৈরি করতে পারেন কিনা, সেটাই এখন দেখার বিষয়। বলা বাহুল্য, ২০২২ সালটি মিমের ক্যারিয়ারে সেরাতম বছর হয়ে থাকবে। এ বছরই তাকে দেখা গেছে ‘পরাণ’র মতো দেশ মাতানো সিনেমায়। এ ছাড়া গেলো ২৮ অক্টোবর মুক্তি পাওয়া ‘দামাল’-এও তিনি অনবদ্য অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। সাফল্যের এই জয়যাত্রায় এবার যুক্ত হলো টলিউডের বিগ প্রজেক্ট।
আরও পড়ুন
মুক্তি পেল ‘হৃদয়ের আয়না’
অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’