অনলাইন ডেস্ক :
চোটের মিছিল বড় হচ্ছে বাংলাদেশ দলের। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন পেসার শরিফুল ইসলাম। এবার নাঈম হাসানের দ্বিতীয় টেস্টে খেলা নিয়েও সংশয় দেখা দিয়েছে। চট্টগ্রাম টেস্টে বল হাতে প্রত্যাবর্তনটা দুর্দান্ত হয়েছিল নাঈম হাসানের। বছরখানেক পর ফিরে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। কিন্তু দুর্ভাগা এই অফস্পিনার। ফিল্ডিংয়ের সময় পাওয়া আঙুলের চোট তাকে ছিটকে দিয়েছে ঢাকা টেস্ট থেকে। গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল বিভাগ নাঈমের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এক্সরেতে ফ্র্যাকচার ধরা পড়েছে। চার সপ্তাহের মতো সময় লাগবে সেরে উঠতে। চতুর্থ দিন নিজের বোলিংয়ের সময় ফিল্ডিং করতে গিয়ে ডানহাতের মধ্যমায় চোট পান নাঈম। ব্যাটিংয়ে ছিলেন দিমুথ করুণারতেœ। তার সোজাসুজি শট থামাতে গিয়েই এই হাল। ব্যথা থাকলেও পঞ্চম দিন বোলিং করে যান। প্রথম ইনিংসে নাঈম ১০৫ রান দিয়ে নেন ৬ উইকেট। এটি তার সেরা বোলিং ফিগার। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না পেলেও তিনি এই টেস্টের মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর