আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে দেশের ৮৪৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। এছাড়া সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচন ও ১০টি পৌর নির্বাচনের ভোটগ্রহণ হবে ২ নভেম্বর।
বুধবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনের (ইসি) সভায় ভোটের তারিখ চূড়ান্ত করা হয়।
নির্বাচন ভবনে বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খন্দকার ৮৪৮টি ইউপি, ১০টি পৌরসভা এবং সিরাজগঞ্জ-৬ আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর। ৮৪৮টি ইউপি দেশের ৬৩টি জেলার মধ্যে অবস্থিত।
১০ পৌরসভায় ভোট: ১০টি ভিন্ন জেলার ১০টি পৌরসভায় সপ্তম ধাপে ২ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়ন জমা দেয়ার তারিখ ৯ অক্টোবর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১১ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর।
পৌরসভাগুলো হলো নরসিংদীর ঘোড়াশাল, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ফেনীর ছাগলনাইয়া, খাগড়াছড়ির রামগর, বগুড়ার সোনাতলা, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, নড়াইলের লোহাগড়া, কিশোরগঞ্জের পাকুন্দিয়া এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ।
সিরাজগঞ্জ-৬ উপনির্বাচন: সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর উপজেলা) আসনের উপনির্বাচন আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাংসদ হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ১০ অক্টোবর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১১ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর।
—ইউএনবি
আরও পড়ুন
‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আ.লীগের প্রেতাত্মারা এখনো বহাল’
তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া: ফারুক
শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল