অনলাইন ডেস্ক :
২০১৫ সালে নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই ব্যাচেলর অভিনেত্রী সোহানা সাবা। সেই থেকে ইনিয়ে-বিনিয়ে অভিনেত্রী যে প্রশ্নের মুখোমুখি হচ্ছেন সেটা হচ্ছে, তিনি বিয়ে করবেন কবে? সম্প্রতি অন্তর্জালে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন সোহানা সাবা। দীর্ঘ স্ট্যাটাসে তিনি লিখেছেন, আবার বিয়ে করলেও ভুল করতে চান না। সেটা তাঁর ভাষ্যে এমন, ‘ছোটবেলার এক সিদ্ধান্তে যা কিছু অগোছালো হয়েছে, তা সামলে কতটা উঠতে পেরেছি তা জানি না। তবে আর নিজেকে এলোমেলো দেখতে চাই না। কোনও রকম পিআর প্রেশার কাজ করবে না আমার সাথে। জীবনটা খুব সুন্দর। জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই।’ বিয়ের মাধ্যমে স্বাধীনতা খুইয়েছিলেন সোহানা সাবা। বিচ্ছেদের পর সেই স্বাধীনতা ফিরে পেয়েছেন আবার। ফের বিয়ের ক্ষেত্রে এই স্বাধীনতা হারাতে চান না তিনি। লিখেছেন, ‘একেবারে ভুল বুঝবেন না যে এটা খারাপ কোনও স্বাধীনতা। এটা নিজের জীবন, নিজের আয়-ব্যয়, নিজের চিন্তা-ভাবনা, নিজের মতবাদ, নিজের বিশ্বাস, নিজের বেড়ে ওঠা জীবন, নিজের সম্মানবোধ, নিজের সততার, নিজের শিক্ষার, নিজের নিশ্বাস নেবার স্বাধীনতা। আমি স্বাধীনতাগুলো আর হারাতে চাই না। আর যদি বিয়ে করি, তবে এটুকু নিশ্চিত হব যে আমার এই স্বাধীনতাকে সম্মান করা হবে।’ সোহানা সাবা ছোট ও বড় পর্দায় অভিনয় করেন।
আরও পড়ুন
‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন’
পোশাক পরতে পারি না : আইশা খান