নিজস্ব প্রতিবেদক:
আগামী নভেম্বরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে উভয় দল। এর মধ্য দিয়ে দীর্ঘ দেড় বছরের বেশি সময় পর আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলার বাঘিনীরা। সর্বশেষ গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিল তারা। ক্রিকইনফো জানিয়েছে, জিম্বাবুয়েতে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ড অনুষ্ঠিত হবে। ১০ দলের এই টুর্নামেন্টে টাইগ্রেসরাও অংশ নেবে। তার আগে স্বাগতিকদের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। বিসিবির নারী ক্রিকেট শাখার প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ডের আগে জিম্বাবুয়ের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আমাদের নারীরা। উভয় দেশের বোর্ড মিলে এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত নারীদের ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ড অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে ৪ অথবা ৫ নভেম্বর জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ত্যাগ করবে নারী ক্রিকেট দল। এর মাঝেই উভয় দলের সিরিজ অনুষ্ঠিত হবে। তবে সূচি এখনো চূড়ান্ত হয়নি।
আরও পড়ুন
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর
৪৫ ছক্কায় দিন পার, তামিমের চাওয়া ‘বড় বাউন্ডারি’
ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করল বাংলাদেশ