January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 2nd, 2021, 7:14 pm

‘দ্য নাইট ম্যানেজার’ এ হৃতিকের পরিবর্তে আদিত্য

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেতা হৃতিক রোশান। অনেকদিন থেকেই গুঞ্জন উড়ছে, বড় পর্দার পর খুব শিগগির ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে তাকে। তবে এখন তার পরিবর্তে অভিনয় করবেন আদিত্য রায় কাপুর। শোনা যায়, ব্রিটিশ টিভি সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’ অবলম্বনে তৈরি ওয়েব সিরিজে অভিনয় করবেন হৃতিক। এটি প্রচার হবে ডিজনি প্লাস হটস্টারে। টম হিডলটন অভিনীত জোনাথান পাইন চরিত্রটি রূপায়ন করবেন এই অভিনেতা। তবে এখন তার পরিবর্তে এই চরিত্রে দেখা যাবে আদিত্যকে। এ প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় এক সংবাদমাধ্যমে বলেন, “দ্য নাইট ম্যানেজার’-এর ভারতীয় সংস্করণ অনেক বড় পরিসরে তৈরি হবে। চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত প্রজেক্ট এটি। আদিত্য রায় কাপুরের অনেক নারী ভক্ত রয়েছে। পর পর ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তিনি। নির্মাতারা টম হিডলটনের চরিত্রে এখন তাকে চাইছেন। এখানে তাকে ভিন্নভাবে দেখা যাবে।” ব্রিটিশ লেখক জন লে ক্যারির লেখা উপন্যাস ‘দ্য নাইট ম্যানেজার’। পরবর্তী সময়ে এই উপন্যাস অবলম্বনে টিভি সিরিজ নির্মাণ করেন সুজান বিয়ার। টম হিডলটন ছাড়াও এতে অভিনয় করেন অলিভিয়া কোলম্যান, হিউ লরি, এলিজাবেত ডেবিকি প্রমুখ। একটি বিলাসবহুল হোটেলের নৈশকালীন ম্যানেজারকে নিয়ে এর গল্প। তিনি একজন সাবেক সেনা সদস্য। অস্ত্র চোরাকারবারদের ধরার জন্য তাকে একটি সরকারি সংস্থা নিয়োগ দেয়। আদিত্য রায় কাপুরকে নিয়ে ভারতীয় সংস্করণটি পরিচালনা করবেন সন্দীপ মোদি। আগামী বছরের শুরুতে এটির শুটিং শুরুর কথা রয়েছে।