জেলা প্রতিনিধি, ফেনী :
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দাগনভূঞা উপজেলা বিএনপি। শনিবার বিকেলে দাগনভূঞা পৌরসভাস্থ ইকবাল কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের জিরো পয়েন্টের দিকে যাওয়ার পথে শহরের ইব্রাহীম ফিলিং স্টেশনের সামনে পুলিশ ব্যারিকেড দিলে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে দলটি। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি ও একাদশ সংসদ নির্বাচনে ফেনী -০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আকবর হোসেন। এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল হক চুট্টু, পৌর বিএনপির সভাপতি শফিকুর রহমান বাবুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি কামাল হাজারি, জেলা যুবদলের সদস্য হুমায়ুন কবির বাবু, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক জামাল উদ্দীন টিংকু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব জহিরুল ইসলাম মঞ্জু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজিব, যুগ্ম আহ্বায়ক সাইফ উদ্দিন পলাশ, সদস্য সচিব তৌহিদুল আলম মানিক, পৌর যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন সুজন, স্বেচ্ছেসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন ও সদস্য সচিব শিপনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বেরোবিতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত
তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রী দুর্ভোগে পড়েন তিন ঘণ্টা দেরিতে যাত্রা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ শূন্য আসনে ভর্তি ও সাক্ষাৎকার ১৫ জানুয়ারি