অনলাইন ডেস্ক:
‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের শুটিং পর গত এপ্রিল থেকে একেবারে হাত গুটিয়ে বসে আছেন চিত্রনায়ক আরিফিন শুভ। পরিকল্পনা ছিল, ‘নূর’ ছবির মাধ্যমে আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন। সে পরিকল্পনা ভেস্তে দিয়েছে করোনা। পাশাপাশি পায়ের পুরনো ইনজুরি তো আছেন। জানালেন, এখন বেশ ভালো আছেন। আর এ কারণে দ্রুতই ফিরতে চাচ্ছেন শুটিংয়ে। জানা যায়, করোনার লকডাউনের পর ‘নূর’ ছবি দিয়েই ক্যামেরায় আসবেন তিনি। আরিফিন শুভবলেন, ‘ঢাকার বাইরে এর শুটিং হবে। করোনার সময় দর্শক উপস্থিতি সামলানো কঠিন তাই স্থানটা বলা এখনই ঠিক হবে না। ৫ সেপ্টেম্বর শুটিং টিম নিয়ে যাব। আর শুটিং শুরু হবে ৭ সেপ্টেম্বর।’ শাপলা মিডিয়ার প্রযোজনায় তরুণ পরিচালক রায়হান রাফি পরিচালনা করছেন ‘নূর’। সিনেমাটির নির্বাহী প্রযোজক আরিফিন শুভ। প্রেমের গল্পে এটি নির্মিত হচ্ছে। এদিকে, শুভ কাজ করছেন বাংলাদেশ-ভারত দুই দেশের রাষ্ট্রীয় প্রযোজনায় তৈরি চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’তে। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন শুভ। ছবিটি পরিচালনা করছেন বলিউডের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।
আরও পড়ুন
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
এবার ‘তদন্ত কর্মকর্তা’ হয়ে সিনেমা হলে মোশাররফ করিম