অনলাইন ডেস্ক :
লাহোরে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৭ বলে ১৭ রান করে আউট হয়েছেন অজি ব্যাটার স্টিভ স্মিথ। এই ছোট্ট ইনিংসেই স্মিথ গড়ে ফেলেছেন একটি রেকর্ড। টেস্টে সবচেয়ে কম ইনিংসে ৮ হাজার রান পূরণ করে ফেললেন এই ডানহাতি ব্যাটার। সবচেয়ে কম ইনিংসে ৮ হাজার টেস্ট রান করার রেকর্ডটি এতোদিন ছিল শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার দখলে। ২০১০ সালে সাঙ্গাকারা কলম্বোতে ভারতের বিরুদ্ধে তাঁর ৮ হাজার রান পূরণ করেছিলেন। এইজন্য সাঙ্গাকারার খেলতে হয়েছিল ১৫২টি ইনিংস। ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার ১৫৪টি ইনিংস খেলে ৮ হাজার টেস্ট রান পূরণ করেছিলেন। ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি টেস্টে ৮ হাজার রান পূরণ করেছিলেন ১৬৯টি ইনিংসে। স্টিভ স্মিথ সেখানে ১৫১টি টেস্ট ইনিংস খেলে ৮ হাজার রানের মাইলফলক ছুঁলেন। পাকিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার (২৪ মার্চ) ব্যাট করতে নামার সময় ৮ হাজার থেকে ৭ রান দূরে ছিলেন স্মিথ। ১৭ রান করায় স্মিথের মোট টেস্ট রান এখন ৮০১০।
আরও পড়ুন
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি
সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত