December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 10th, 2021, 12:14 pm

দ. কোরিয়ায় বাসের ওপর ভবন ধসে মৃত্যু ৯

অনলাইন ডেস্ক :

বাসের ওপর একটি পাঁচতলা ভবন ধসে পড়ার ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচতলা ভবনটি একটি বাসের ওপর ধসে পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

ওই ঘটনায় আরও ৮ জন আহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়ানজু শহরে ওই দুর্ঘটনা ঘটেছে। জাতীয় দমকল সংস্থা জানিয়েছে, বাসে ১৭ জন আরোহী ছিল। এটি একটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সে সময়ই ভবনটি ধসে পড়ে। এখন পর্যন্ত ভবনধসের কারণ জানা যায়নি।

উদ্ধারকর্মী কিম সিওক সান বলেন, ধসে পড়ার আগেই ভবন এলাকা থেকে সব কর্মী সরিয়ে নেওয়া হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রাস্তায় থেমে থাকা বাসের ওপর হঠাৎ করেই একটি বহুতল ভবন ধসে পড়ছে। ওই ভবনের পাশের রাস্তায় দোকান চালান ইয়াং ইক জে। তিনি বলেন, আমার মনে হচ্ছিল পৃথিবী কাঁপছে।

১৯৯৫ সালের জুনে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভবনধসের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৫০০-এর বেশি মানুষ।