বুয়েটের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২২ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।
চকবাজার থানা-পুলিশ শ্রীশান্তকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন জানায়। অন্যদিকে, আসামিপক্ষ জামিনের আবেদন করে। শুনানি শেষে আদালত আগামীকাল বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন এবং ততদিনের জন্য শ্রীশান্ত রায়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকা সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাইবার সুরক্ষা অধ্যাদেশের অধীনে দায়ের করা মামলায় শ্রীশান্তের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও মুসলিম নারীদের নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে।
চকবাজার থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, বুয়েটের নিরাপত্তাকর্মী মো. আফগান হোসেন মঙ্গলবার গভীর রাতে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, আহসান উল্লাহ হলে অবস্থানরত শ্রীশান্ত রায় ‘উইকলি সার্ভিস’ নামের একটি ছদ্মনাম ব্যবহার করে গত ৮ জুন থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ইসলাম ধর্ম ও মুসলিম নারীকে নিয়ে আপত্তিকর এবং বিদ্বেষমূলক পোস্ট করেছেন।
এ ঘটনায় বুয়েটের কিছু শিক্ষার্থী ও সাধারণ মুসলমানদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে অভ্যন্তরীণভাবে আলোচনা করছে বলে জানা গেছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
কুমিল্লায় বাস–সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, শিশুসহ নিহত ৪
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার