October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 27th, 2025, 7:04 pm

ধর্ম ও চেতনার ব্যবসা চলবে না: সালাউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনীতিতে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন তৈরি করার চেষ্টা চলছে। যারা ধর্মের নামে ‘জান্নাতের টিকিট’ দেওয়ার কথা বলেন, তারা আসলে ধর্ম ব্যবসায়ী।

শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা টাউন হলে বিএনপির জেলা কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা কিংবা ধর্মের নামে জনগণকে বিভ্রান্ত করার দিন শেষ হয়ে গেছে। এখন মানুষ শোষণমুক্ত, গণতান্ত্রিক রাজনীতি চায়।

শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, “একাত্তরের চেতনা ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছেন। আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লীতে। দেশের মানুষ একাত্তরের চেতনা ব্যবসাকে যেমন ধারণ করেনি, তেমনি জুলাই সনদের চেতনাকেও কেউ যেন বিক্রি না করে।”

তিনি আরও বলেন, জনগণ এখন আর কেবল ভাষণ আর শোষণের রাজনীতি মেনে নেবে না। প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হবে, তবে বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া। ইতোমধ্যে বিচার কার্যক্রম শুরু হয়েছে। সামনে ট্রাইব্যুনাল, প্রসিকিউশন ও তদন্ত টিম বাড়ানো হবে।

বিএনপির এই শীর্ষ নেতা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। কিন্তু সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।” এ সময় তিনি নেতাকর্মীদের সামাজিক মাধ্যমে সক্রিয় থেকে গুজবের বিরুদ্ধে জবাব দেওয়ারও আহ্বান জানান।