October 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 28th, 2025, 4:23 pm

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছায় তারেক রহমান

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তার মাধ্যমে এই শুভেচ্ছা প্রকাশ করেন।

তার বক্তব্যে তিনি বিশেষভাবে সতর্কবার্তা দিয়েছেন যেন দুর্গাপূজাকে কেন্দ্র করে ফ্যাসিবাদী শাসনামলের মতো কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করতে না পারে। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারির প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধে রয়েছে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অনন্য সৌন্দর্য। তিনি হিন্দু সম্প্রদায়কে উৎসাহ দিয়ে বলেন, “আপনারা নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন এবং একে অপরের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন।”

তিনি আরও উল্লেখ করেন, আমাদের সংবিধান ও রাষ্ট্র সকলের জন্য নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করে। তাই বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গে তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করবে বা তার অধিকার হরণ করবে, কেয়ামতের দিনে আমি সেই ব্যক্তির বিরুদ্ধে লড়ব।’

তারেক রহমান অভিযোগ করেন, সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা শারদীয় উৎসবের সময় ফ্যাসিবাদী শাসনামলে লক্ষ্য করা গেছে। তিনি চাইছেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন আর সৃষ্টি না হয় — এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।

শেষে তিনি হিন্দু সম্প্রদায়ের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলেন, “আপনারা উৎসাহ ও আনন্দের সঙ্গে নিরাপদে সারাদেশে দুর্গাপূজার উৎসব উদযাপন করুন এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন।”

তারেক রহমান বার্তা শেষ করে বলেন, ‘আমরা বিশ্বাস করি — ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।

 

এনএনবাংলা/