April 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 13th, 2025, 12:27 pm

ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

রংপুর ব্যুরো: রংপুর মহানগরীর সিও বাজার এলাকা হতে ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামী গ্রেফতার করেছে র‌্যাব-১৩। গতকাল শনিবার দুপুরে র‌্যাব -১৩ অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আবুল হাসান সংবাদ মাধ্যমকে জানান সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং সদর কোম্পানীর একটি যৌথ আভিযানিক দল  গতকাল শুক্রবার  ২১.০৫ ঘটিকায় রংপুর জেলার পীরগঞ্জ থানার মামলা নং-০১/৯২, তাং-০১/০৩/২০২৫, ধারাঃ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোঃ/২০২০) এর ৯ (১) মামলার পলাতক আসামীকে গ্রেফতার করে ।

রংপুর মহানগরীর সিও বাজার এলাকা হতে অভিযান পরিচালনা করে   মিঠাপুকুর  উপজেলার চিথলী উত্তরপাড়া-মোঃ ইউসুফ আলী পুত্র আসামী মোঃ মারুফ হাসান (২৫) গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি আরো বলেন পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে  মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।