রংপুর ব্যুরো: রংপুর মহানগরীর সিও বাজার এলাকা হতে ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামী গ্রেফতার করেছে র্যাব-১৩। গতকাল শনিবার দুপুরে র্যাব -১৩ অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আবুল হাসান সংবাদ মাধ্যমকে জানান সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং সদর কোম্পানীর একটি যৌথ আভিযানিক দল গতকাল শুক্রবার ২১.০৫ ঘটিকায় রংপুর জেলার পীরগঞ্জ থানার মামলা নং-০১/৯২, তাং-০১/০৩/২০২৫, ধারাঃ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোঃ/২০২০) এর ৯ (১) মামলার পলাতক আসামীকে গ্রেফতার করে ।
রংপুর মহানগরীর সিও বাজার এলাকা হতে অভিযান পরিচালনা করে মিঠাপুকুর উপজেলার চিথলী উত্তরপাড়া-মোঃ ইউসুফ আলী পুত্র আসামী মোঃ মারুফ হাসান (২৫) গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি আরো বলেন পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
আওয়ামীলীগের ঝটিকা মিছিল করায় প্রশাসনের নিরব ভূমিকার প্রতিবাদ করেছে নাগরিক পার্টি-এনসিপি
জয়পুরহাট পৌরসভার লিজকৃত দোকান সমূহের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
ঈশ্বরগঞ্জে ঘর হারানোর শঙ্কায় প্রতিবন্ধী নজরুল