অনলাইন ডেস্ক :
রাজধানীর কোতোয়ালি থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ চারজনের বিরুদ্ধে অব্যাহতির আবেদন করেছে পুলিশ।
তবে এ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির আবেদন করেছে পুলিশ।
সোমবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) তদন্তকারী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন
লাল কাপড়ে ঢাকা হলো ঢাকা পলিটেকনিকের মূল ফটক
পর্যাপ্ত প্রোটিন না খেলে শরীরে যা ঘটে