January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 7th, 2022, 8:56 pm

ধলেশ্বরীতে গরু বোঝাই ট্রলার ডুবি

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ :
মানিকগঞ্জের ঘিওরের পুরাতন ধলেশ্বরী নদীতে ২৭টি গরু বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে ঘিওর উপজেলার পুরাতন ধলেশ্বরী নদীর ঘিওর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া ১৭ টি গরু জীবিত এবং ২টি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি ৮টি গরু নিখোঁজ রয়েছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব জানান, নৌপথে সকালে দৌলতপুর উপজেলার কয়েকজন খারারি কুরবানির ২৭টি গরু নিয়ে বিক্রির জন্য রাজধানীর গাবতলীর হাটের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু ঘিওর উপজোর বাজারের কাছে পুরাতন ধলেশ্বরীর নদীতে এসে গরু বোঝাই ট্রলারটি ডুবে যায়। এঘটনায় জীবিত অবস্থায় ১৭টি ও মৃত অবস্থায় ২টি গরু উদ্ধার করা হয়েছে। বাকিগুলো নিখোঁজ রয়েছে।
তিনি জানান, গরু বোঝাই ট্রলার ডুবির ঘটনায় উপজেলা ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্য উদ্ধারের কাজ করছে। সবগুলো উদ্ধারের পর বলা যাবে ক্ষতির পরিমান।