নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মতলা ঘাট এলাকার ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ঘটনায় এমভি ফারহান-৬ লঞ্চের চালক ও মাস্টারসহ চারজনকে বুধবার রাতে আটক করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ।
এছাড়া লঞ্চটিকে জব্দ করে ঢাকার কালীগঞ্জ ডকইয়ার্ডে নিয়ে আসা হয়েছে।
এর আগে বুধবার সকালে ৭০ জন যাত্রী নিয়ে ইঞ্জিল চালিত ট্রলারটি ধর্মগঞ্জ ঘাটে আসার সময় ঢাকাগামী এমভি ফারহান-৬ লঞ্চটি ধাক্কা দিলে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।
এ ঘটনায় গতকাল সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করা পর্যন্ত একই পরিবারের চারজনসহ অন্তত ১০ যাত্রী নিখোঁজ রয়েছেন।
নারায়ণগঞ্জের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের সহকারী পরিচালক বাবু লাল বৈদ্য বলেন, এমভি ফারহান-৬ এর চালক ও মাস্টারসহ চারজনকে আটক করেছে পুলিশ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, বুধবার সকাল ৯টার দিকে ঢাকাগামী লঞ্চটি ধাক্কা দিলে ৬০ থেকে ৭০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়।
তিনি বলেন, অনেক যাত্রী সাঁতরে তীরে উঠে আসেন। ‘তবে অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের পাঁচ ডুবুরি উদ্ধার কাজ পরিচালনা করছেন।’
এদিকে কোস্ট গার্ড ও নৌপুলিশ সদস্যরাও উদ্ধার কাজে যোগ দিয়েছেন।
—ইউএনবি

আরও পড়ুন
ইরানজুড়ে সহিংস বিক্ষোভ, হাসপাতালে আহতের ঢল
হলফনামায় প্রদর্শিত হয়নি এমন সম্পদের মালিককে শাসক হিসেবে চাই না : দুদক চেয়ারম্যান
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান