কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের ধাওয়ায় নদীতে ডুবে মৃত দুই শিশুর লাশ উদ্ধারের দুইদিন পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে কাশীপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্তে আন্তর্জাতিক পিলার ৯৪২ এর সাব পিলার ৮ এস’র পাশে বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করে বিএসএফ।
নিহত শিশুর চাচা নেওয়াশী ইউনিয়ন ওয়ার্ড সদস্য আজিজুল জানান, তার ভাই রহিজ উদ্দিন ১৫ বছর আগে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতের হরিয়ানা রাজ্যে যান। একটি ইটভাটায় কাজ করেন। সেদেশেই ওই দুই শিশুর জন্ম ও বেড়ে ওঠা।
তিনি জানান, শনিবার ভোরে দালালের মাধ্যমে রহিচ উদ্দিন (৩৮) ও তার স্ত্রী সামিনা খাতুন (৩৩) তাদের দুই সন্তানকে নিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসছিলেন। সীমান্তে নীলকমল নদীর তীরে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে দালালদের কথা অনুযায়ী তারা নদীতে ঝাঁপ দেন। কিন্তু নদীতে প্রবল স্রোত থাকায় শিশু দুটি ভেসে যায়। তবে রহিচ উদ্দিন ও তার স্ত্রী সামিনা খাতুন প্রাণে বেঁচে যান। পরদিন বরিবার নদী থেকে শিশু দুটির লাশ উদ্ধার করে বিএসএফ।
—ইউএনবি
আরও পড়ুন
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা
অপহরণ করে মুক্তিপণ দাবি, ছাত্রলীগের ৪ নেতা-কর্মী আটক
মুরাদনগরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব