October 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 22nd, 2025, 12:47 pm

ধানক্ষেত থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের লঙ্গুরপাড় এলাকার একটি ধানক্ষেত থেকে বৃহস্পতিবার সকালে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি উদ্ধার করেন সাপ সংরক্ষক ও ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা। পরে বন বিভাগের সহায়তায় সেটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। চঞ্চল গোয়ালা জানান, সকাল সাড়ে ছয়টার দিকে স্থানীয়রা ধানখেতে অজগর আটকা পড়ার খবর দিলে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ধানক্ষেতে থাকা নেটের বেড়ায় পেঁচিয়ে সাপটি আটকা পড়েছিল। পরে নেট কেটে অজগরটিকে উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়। কিছুটা আঘাতপ্রাপ্ত থাকলেও চিকিৎসার পর দুপুর ১টার দিকে অজগরটিকে বনে অবমুক্ত করা হয়। লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, বনরক্ষীদের সহায়তায় অজগরটি নিরাপদে অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি বনসংলগ্ন এলাকার বাসিন্দাদের সাপ দেখলে পিটিয়ে না মারার অনুরোধ জানান তিনি।