January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 31st, 2023, 8:20 pm

ধানমন্ডির মেট্রো শপিংমল থেকে ২ কোটি টাকার হীরার গয়না চুরি

ধানমন্ডির মেট্রো শপিং মলে অবস্থিত একটি দোকান থেকে রবিবার (৩১ জুলাই) দুই কোটি টাকার বেশি মূল্যের হীরার গহনা চুরি করেছে ডাকাতরা।

পুলিশ জানিয়েছে, ওইদিন সকাল ১০টার কিছু পরে মেট্রো শপিং মলের তৃতীয় তলায় অবস্থিত ‘ট্রাস্ট ডায়মন্ড’ শোরুমে অন্তত পাঁচজন ডাকাত দোকানের শাটার ভেঙে প্রবেশ করে। এরপর তারা ২ কোটি টাকার বেশি হীরার অলঙ্কার লুট করে পালিয়ে যায়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, শোরুমের শাটার ভেঙ্গে প্রায় দুই কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন হীরার গহনা চুরি হয়েছে।

তিনি বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

ওসি বলেন, ‘আমরা ইতোমধ্যে বাজারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজে দেখা যাচ্ছে পাঁচজনের একটি দল দোকানে ঢুকছে এবং কিছুক্ষণ পর তারা লুটপাট নিয়ে চলে গেছে।’

ট্রাস্ট ডায়মন্ডের মালিকের বরাত দিয়ে ওসি পারভেজ জানান, তিনি জানতে পারেন মেট্রো শপিং মলের নিচতলায় একটি নতুন শোরুম সংস্কারের কাজ করছেন ট্রাস্ট ডায়মন্ডের মালিক। তাই তিনি ৩য় তলায় একটি দোকান ভাড়া নেন এবং সেখানে হীরার গয়না রাখেন।

সিআইডি, ডিবিসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

—-ইউএনবি