December 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 15th, 2025, 7:10 pm

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে এক হয়ে কাজ করতে হবে-শওকতুল ইসলাম শকু

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু বলেছেন, দেশের জনগণ এখন পরিবর্তন চায়। ধানের শীষে ভোট দিয়ে তারা গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনবে। বিএনপি জনগণের দল, এ দলের শক্তি মানুষের ভালোবাসা। দীর্ঘ ১৭ বছর এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি যে আন্দোলন করছে, তাতে জনগণের বিপুল সাড়া মিলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের জনপ্রিয়তা যাচাইয়ের ভিত্তিতে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি দলের জন্য কোন নতুন প্রার্থী নয়। আমার দরজা সাধারণ জনগণের জন্য অতীতের ন্যায় খোলা থাকবে। যেকোন সমস্যা নিয়ে সরাসরি আমার কাছে আসবেন। আপনারা আমাকে ভোট দিয়ে সহযোগিতা করুন। আমি জয়লাভ করলে আপনাদের সব আশা পূরণ করব। শিক্ষা, যোগাযোগের উন্নয়নসহ মাদক নির্মূলে কাজ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এবারের নির্বাচন এতো সহজ নয়। নেতাকর্মীদের কে মাঠে কাজের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে ভোটারদের কাছে ৩১ দফার প্রচার করতে হবে। মানুষকে জানাতে হবে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলী কার্ড সহ জনগুরুত্বপূর্ণ সব অধিকার নিশ্চিতে কার্যকর ভুমিকা রাখবে। তিনি ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যেশ্যে আরো বলেন সর্বস্তরের মানুষ এবার বিশ্বাস করে বিএনপি ক্ষমতায় আসবে তাই বলে আমরা ঘরে বসে থাকলে হবেনা। কারণ এই নির্বাচন কে বানচাল করতে বিরুদ্ধাচরণ কারীরা সুযোগ নেয়ার চেষ্টা করবে তা কখনোই হতে দেয়া যাবেনা।

তিনি রোববার রাতে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন ময়েজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আহমেদ উর রহমান মোরাদ ও সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদওয়ান খান, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলমগীর হোসেন ভূইয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আকদ্দছ আলী মাস্টার, বিএনপি নেতা বাতেন চৌধুরী, আব্বাছ আলী, কুলাউড়া পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিক। এ সময় উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে এক হয়ে কাজ করে জাতীয়তাবাদী দল বিএনপির বিজয় নিশ্চিত করতে উদাত্ব আহবান জানান।

সভাশেষে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া করা হয়।