সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য,জেলা বিএনপির উপদেষ্টা ও বগুড়া-১ আসনের সাবেক সাংসদ কাজী রফিকুল ইসলাম বলেছেন-ধানের শীষ দেশের মানুষের উন্নয়নের প্রতীক। ধানের শীষে ভোট দিলে মানুষ শান্তিতে থাকে,দেশের মানুষের উন্নয়ন হয়। শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১ টায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র্যালি পূবক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, ধানের শীষে ভোট দিলে দেশের মানুষ সুখে-শান্তিতে থাকে। তাদের সকল প্রকার সমস্যা সমাধান হয়। আমরা ভালোবাসার প্রতীক হয়ে মানুষের হৃদয় জয় করতে চাই। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সবার কাছে ধানের শীষে ভোট চান। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এর আগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকাল ৭টায় পৌর বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। সকাল ১০ টা হতে পৌর ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে মাদ্রাসার সামনে এসে জড়ো হন। এরপর বিএনপির মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলামের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন-পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি। এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.শরিফুল ইসলাম হিরা,উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু,সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পল্টন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা,তাহেরুল ইসলাম পান্জাব, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি,সিনিয়র যুগ্ম আহবায়ক তারাজুল ইসলাম ফনি,এম রুবেল আলম,পৌর সেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো: আসাদুজ্জামান (শোভন),উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান,সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা,পৌর ছাত্রদল সভাপতি আশরাফুল ইসলাম রিপনসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত
কুলাউড়ায় শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাসিরনগরে বিএনপির র্যালি ও আলোচনা সভা