November 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 2nd, 2025, 5:45 pm

ধানের শীষ-শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনী প্রতীক নির্ধারণ ও নিবন্ধনের প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের (ইসি) ধীরগতিকে নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে। তবে দলীয় স্বার্থের কথা বিবেচনা করে তারা ইসির প্রস্তাবিত ‘শাপলা কলি’ প্রতীকটি গ্রহণ করে দ্রুত নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী রোববার (২ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের জানান, দল এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে। তার মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ ও ‘শাপলা কলি’ প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

নির্বাচন কমিশনকে ‘ইঞ্জিনিয়ারিং কমিশন’ আখ্যা দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রতীক নির্ধারণে ইসি স্বেচ্ছাচারী আচরণ করছে এবং তাদের কার্যক্রম খুব ধীরগতিতে চলছে। আমরা অনেক আগে আবেদন করেছিলাম, এখন পর্যন্ত কোনো সমাধান পাইনি। সংক্ষেপে বলতে গেলে আমরা এটাকে নির্বাচন কমিশন বলতে পারি না, বরং ‘ইঞ্জিনিয়ারিং কমিশন’ বলা যায়,” তিনি মন্তব্য করেন।

তিনি জানান, ইসি প্রথমে কিছু ‘অজাতীয়’ প্রতীক (যেমন–বেগুন, খাট) বাতিল করলেও পরবর্তীতে ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত করেছে। বিশেষভাবে, ইসি ‘শাপলা’ প্রতীকের সঙ্গে ‘কলি’ যুক্ত করেছে, যা এনসিপি ইতিবাচকভাবে গ্রহণ করেছে। দল দ্রুত নিবন্ধনের প্রক্রিয়া শেষ করে নির্বাচনে নামার প্রস্তুতি নিচ্ছে।

বিএনপির সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে গুঞ্জন তৈরি হয়েছে, তা উড়িয়ে দিয়ে তিনি বলেন, “আমরা আসন্ন নির্বাচনে এককভাবে অংশ নিচ্ছি এবং ৩০০ আসনে প্রার্থী দিচ্ছি। আপাতত কোনো জোটের পরিকল্পনা নেই।তবে ভবিষ্যতে বিএনপির সঙ্গে জোটের সম্ভাবনা উন্মুক্ত রাখেন তিনি। জোটের শর্ত হিসেবে তিনি বলেন, বিএনপিকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি ত্যাগ করতে হবে এবং সংস্কারের পক্ষে থাকতে হবে। একইভাবে, জামায়াতে ইসলামী যদি ধর্মীয় ফ্যাসিবাদ ও বিভাজনমূলক রাজনীতি ত্যাগ করে, তবে সেটিও বিবেচিত হবে।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মাঠ পর্যায়ে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই এবং ইসি তা নিশ্চিত করতে পারেনি। তিনি আরও বলেন, অন্য দলের জোটসঙ্গীরা হামলার শিকার হচ্ছেন।

আইন মন্ত্রণালয় ও কিছু রাজনৈতিক ব্যক্তির মধ্যে ‘গোপন প্রেমের কারখানা’ তৈরি হওয়াকে গণতন্ত্রের যাত্রা ব্যাহতকারী হিসেবে উল্লেখ করেন তিনি।

অবশেষে, গণভোট নিয়ে বিএনপি ও জামায়াতকে সরাসরি মুখোমুখি না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে নির্বাচন পেছানোর সম্ভাবনা তৈরি হতে পারে। গণভোট নির্বাচনের দিন বা আগে হলেও ফলাফল একই হবে।

এনএনবাংলা/