January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 1st, 2023, 8:57 pm

ধামইরহাটে ৩৫ কোটি টাকা মূল্যে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

নওগাঁর ধামইরহাটে পুকুর খননের সময় প্রায় ৩৫ কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের নারায়ণ মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের কুলফৎপুর গ্রাম থেকে মঙ্গলবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে ভেকু মেশিন দিয়ে পুকুর খননকালে মূর্তিটি উদ্ধার করা হয়।

এছাড়া প্রাচীন মূর্তিটি আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজী বলেন, চাঁনকুড়ি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে উমার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহেদুল ইসলাম হেলাল কুলফৎপুর গ্রামের মাঠে নিজ পুকুর সংস্কার করেন।

এ সময় মঙ্গলবার রাতে কষ্টিপাথরের মূর্তিটি দেখতে পান। তাৎক্ষণিক তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

তিনি আরও বলেন, ৪৫ কেজি ৭০০ গ্রাম ওজনের মূর্তিটির দৈর্ঘ্য ৩৭ ইঞ্চি এবং প্রস্থ ১৫ ইঞ্চি। যার আনুমানিক মূল্য ৩৫ কোটি টাকা।

ধারণা করা হচ্ছে, অতি প্রাচীন এ মূর্তিটি হিন্দু সম্প্রদায়ের দেবতা ছিল। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

—-ইউএনবি