ঢাকার ধামরাইয়ে রুপা এন্টারপ্রাইজ নামে একটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান করেছে র্যাব-৪। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর উপাদান দিয়ে গুড় তৈরির অভিযোগে কারখানার মালিককে ৪ লাখ টাকা জরিমানা ও বিপুল পরিমান ভেজাল গুড় জব্দ করা হয়েছে।সোমবার (১ডিসেম্বর) দুপুরে উপজেলার কুল্লা ইউনিয়নের চৌটাইল এলাকায় এ অভিযান চালানো হয়। র্যাব জানায়, কারখানাটিতে কাপড়ের রং, বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল, ফিটকিরি, চিনি, আটা, আখের গুড় ও খেজুর গুড়ের ফ্লেভার ব্যবহার করে খাঁটি গুড় নামে নকল গুড় উৎপাদন করা হতো। প্রতিদিন এসব ভেজাল গুড় দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হয় বলে অভিযোগ রয়েছে।
অভিযানকালে বিপুল পরিমাণ কাঁচামাল, বিভিন্ন রাসায়নিক, ব্যবহৃত মেশিনারি ও প্রস্তুত অবস্থায় থাকা নকল গুড় জব্দ করা হয়। কারখানায় কর্মরত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান জানান, জব্দকৃত গুড়ে খেজুর বা আখের রসের ছিটেফোঁটাও ছিল না। এসব গুড় তৈরি হচ্ছিল সম্পূর্ণ চিনি ও ক্ষতিকারক কেমিক্যাল মিশিয়ে, যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। ভেজাল গুড়গুলো পরবর্তীতে খেজুর বা আখের গুড় হিসেবে দেশের বিভিন্ন মোকামে সরবরাহ করা হতো।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। ভেজাল গুড় স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। কারখানার মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অভিযান শেষে কারখানাটি সিলগালা করা হয়। ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রয়ের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন
রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
গণভোটসহ ৫ দফা দাবিতে রংপুরে আন্দোলনরত ৮ দলের সংবাদ সম্মেলন
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দর্শনা এলাকাবাসীর দোয়া মাহফিল