February 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 13th, 2025, 6:55 pm

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জেলিয়া’, বিপজ্জনক পরিস্থিতির মুখে অস্ট্রেলিয়া

পশ্চিম অস্ট্রেলিয়ার পিলবারা অঞ্চলের পোর্ট হেডল্যান্ড। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক:
পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে তীব্রতর হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘জেলিয়া’। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বা আগামীকাল শুক্রবার সকালে এটি আঘাত হানতে পারে। ইতোমধ্যে শহরে সতর্কতা জারি করা হয়েছে। খবর আল জাজিরার।
অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস সতর্ক করে দিয়ে বলেছে, পশ্চিম অস্ট্রেলিয়ার পিলবারা উপকূলীয় অঞ্চলে ক্যাটাগরি-৫ মাত্রার ক্রান্তীয় ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে।
সংস্থাটি জানিয়েছে, ‘জেলিয়া’ ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং শুক্রবার গভীর রাতে এই অঞ্চলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টি সম্ভবত বিশ্বের বৃহত্তম লৌহ আকরিক রপ্তানি কেন্দ্র পোর্ট হেডল্যান্ডের কাছে আছড়ে পড়বে। তাই বন্দরটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস বিভাগের প্রধান ড্যারেন ক্লেম বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ক্রান্তীয় ঘূর্ণিঝড় জেলিয়ার প্রভাবে মানবজীবন ও সম্পত্তি ধ্বংসের হুমকি রয়েছে। আমি জনগণকে পিলবারা অঞ্চলের জরুরি পরিষেবাগুলোর নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানাচ্ছি।
ক্লেম আরও বলেছেন, ঘূর্ণিঝড়ে সম্ভাব্য ক্ষতির দিক থেকে বিশেষ ঝুঁকিতে রয়েছে পোর্ট হেডল্যান্ড। এর ভবনগুলো বেশ পুরনো।

পশ্চিম অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিসের ব্যবস্থাপক জেমস অ্যাশলে বলেন, ‘৫ নম্বর’ ক্যাটাগরির ঘূর্ণিঝড়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ২৮০ কিলোমিটার।

ইতোমধ্যে এই অঞ্চলে ৮০ থেকে ১০০ মি.মি. বেগে বাতাস এবং ৩.১ থেকে ৩.৯ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং নদী ভেঙে বন্যার সৃষ্টি হতে পারে। ফলে কর্তৃপক্ষ পিলবারা উপকূলের বাসিন্দাদের নিয়ে বেশ চিন্তিত।

ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস সতর্ক করেছে, ঘূর্ণিঝড় জীবন ও ঘরবাড়িরের জন্য সম্ভাব্য হুমকি তৈরি করেছে। তারা মানুষকে আশ্রয় নেওয়ার, বিশেষ করে যারা অস্থায়ী ও ঝুঁকিপূর্ণ বাড়িতে বাস করেন তাদের নিকটতম কেন্দ্রে যাওয়ার আহ্বান জানায়।