বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘অতীতেও দেশ ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরেছে বিএনপির নেতৃত্বে, এবারও তার ব্যতিক্রম হবে না। তবে সামনে চ্যালেঞ্জিং সময় আসছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে শহীদ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, ‘ওসমান হাদি ছিলেন গণতন্ত্রের নির্ভীক সৈনিক। ভোটের রাজনীতিতে বিশ্বাস থেকেই তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন।’ তিনি জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের পাশাপাশি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের মর্যাদা অক্ষুণ্ণ রেখে দেশ পুনর্গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
তারেক রহমান আরও বলেন, ‘দেশ এখন স্বৈরাচারমুক্ত। এই মুক্তিকে অর্থবহ করতে হলে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।’
এর আগে বগুড়ায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ডিজিটাল স্মৃতিস্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এনএনবাংলা/

আরও পড়ুন
ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে
নিরাপত্তা ঝুঁকিতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন, সব ধরনের সেবা সাময়িক স্থগিত
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডা স্টেট বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত