নওগাঁ সদরের বাবলাতলী এলাকায় ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে পাঁচ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নওগঁ-রাজশাহী মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, শুক্রবার সকালে নওগাঁ থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিলো এবং নিয়ামতপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিটি নওগাঁর দিকে যাচ্ছিল। এসময় নওগাঁ রাজশাহী মহাসড়কের বাবলাতলী নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি পার্শ্ববর্তী পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলে পাঁচ জন নিহত হন।
ওসি জানান, নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ মো. শফিউল ইসলামের নেতৃত্বে নওগাঁ ও মান্দা উপজেলার ফায়ার সার্ভিসের দুটি টিম উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
—ইউএনবি
আরও পড়ুন
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
আগামীকাল লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
পর্যটকদের প্রশান্তির খোরাক আকিলপুর সমুদ্রসৈকত