January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 23rd, 2021, 1:06 pm

নওগাঁয় পিকআপ-মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

জেলা প্রতিনিধি:

নওগাঁর মান্দায় মালটাবাহী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের শ্রীরামপুর মোড়ের অদুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোটরসাইকেলের চালক সানারুল ইসলাম (৩৫) ও পিকআপের চালক শামীম হোসেন (২৪)। নিহত সানারুল নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের সাবইল গ্রামের তাইজুদ্দীনের ও শামীম রাজশাহীর শাহমুখদুম থানার নতুনপাড়া এলাকার আবদুল মান্নানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁগামী মাল্টাবাহী একটি পিকআপের সঙ্গে উল্লিখিত স্থানে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সানারুল ইসলাম ও শামীম হোসেন নিহত হন।
মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ আবুল কাসেম দেওয়ান জানান, ঘটনাস্থল থেকে দুটি মরদেহ, পিকআপের মালটা, মোবাইলফোনসহ কিছু কাগজপত্র উদ্ধার করে পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।