অনলাইন ডেস্ক :
চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি উভয় দলই নিজ নিজ ম্যাচে কঠিন প্রতিরোধের মুখে পড়লেও শেষ পর্যন্ত ড্রয়ের মাধ্যমে এক পয়েন্ট করে সংগ্রহ করে শেষ ১৬’ নিশ্চিত করেছে। প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি), বেনফিকাও পার্ক ডি প্রিন্সেসে ১-১ গোলে ড্র করে গ্রুপ-এইচ’র শীর্ষ দুই দল হিসেবে নক আউট পর্বের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। একই গ্রুপে ইসরায়েলের চ্যাম্পিয়ন মাকাবি হাইফা ২-০ গোলে জুভেন্টাসকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে। এই পরাজয়ে চার ম্যাচে মাত্র তিন পয়েন্ট সংগ্রহ করে টেবিলের তৃতীয় স্থানে থাকা ইটালিয়ান জায়ান্ট জুভেন্টাস প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়েছে। কোপেনহেগেনে গোলশুন্য ড্র হওয়া ম্যাচটিতে সিটির হয়ে ২৫ মিনিটে পেনাল্টির সুযোগ নষ্ট করেন রিয়াদ মাহারেজ। পাঁচ মিনিট পর ডিফেন্ডার সার্জিও গোমেজ লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করলে ১০ জনের দলে পরিনত হয় সিটিজেনরা। দলের মূল তারকা আর্লিং হালান্ডসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রামে রেখে কাল মূল একাশ সাজিয়েছিলে সিটি বস পেপ গার্দিওলা। লিভারপুলের বিপক্ষে সপ্তাহের শেষে প্রিমিয়ার লিগের ম্যাচকে সামনে রেখে গার্দিওলার এই সিদ্ধান্ত। তার খেসারত মাঠের লড়াইয়ে সিটিকে দিতে হয়েছে। ২৪ ম্যাচ পর প্রথমবারের মত কোন গোল ছাড়াই মাঠ ছাড়তে হয়েছে সিটিকে। কিন্তু তারপরও গার্দিওলা সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, ‘প্রায় ঘন্টাখানেক একজন কম নিয়ে খেলাটা মোটেই সহজ নয়। খেলোয়াড়রা আজ সবকিছু দিয়ে প্রতিরোধ করেছে।’ গ্রুপ-জি’তে কোপেনহেগেন ও সেভিয়া এখনো পর্যন্ত কোন ম্যচে জিততে পারেনি। দিনের আরেক ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের সাথে সেভিয়া ১-১ গোলে ড্র করায় শীর্ষ দল হিসেবে ম্যানচেস্টার সিটির নক আউট পর্ব নিশ্চিত হয়। রোববার বার্সেলোনার বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। আর সেই ম্যাচকে সামনে রেখে স্বাভাবিক ভাবেই বেশ কয়েকজন তারকাকে কাল ওয়ারসতে শাখতার দোনেস্কের বিপক্ষে বিশ্রামে রেখেছিলেন মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। আর এতেই কপাল খুলেছে যুদ্ধ বিধ্বস্ত শাখতারের। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৬ মিনিটে ওলেক্সান্দার জুবকভ ইউক্রেনিয়ান ক্লাবটিকে এগিয়ে দেন। ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে এন্টোনিও রুডিগার লম্বা একটি পাস থেকে শাখতারের গোলরক্ষক আনাতোলি ত্রুবিনকে পরাস্ত করলে একেবারে শেষ মুহূর্তে এক পয়েন্ট নিশ্চিত হয় রিয়ালের। আর এই ড্রয়েই গ্রুপ-এফ’র শীর্ষ দল হিসেবে রিয়ালের নক আউট পর্ব নিশ্চিত হয়েছে। চার ম্যাচে রিয়ালের সংগ্রহ ১০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা লিপজিগ চার ম্যাচে সংগ্রহ করেছে ৬ পয়েন্ট। ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘আমরা আজ ভাল খেলতে পারিনি। এই দল কখনই ম্যাচ ছেড়ে দেয় না। আমরা এখন শেষ ১৬’তে পৌঁছে গেছি। সামনের ম্যাচগুলো আরো কঠিন হবে।’ এদিকে গ্লাসগোতে সেল্টিকের বিপক্ষে ২-০ গোলের জয়ের মাধ্যমে রিয়ালের থেকে চার পয়েন্ট পিছিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিপজিগ। কিলিয়ান এমবাপ্পের ৩৯ মিনিটের পেনাল্টিতে পার্ক ডি প্রিন্সেসে বেনফিকার সাথে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। এই ম্যচের আগে জানুয়ারিতে ক্লাব ছাড়ার ইঙ্গিতে ফরাসি তারকাকে নিয়ে আলোচনার ঝড় ওঠে। পুরো ম্যাচেই তাই একটা অস্বস্তিকর অবস্থা বিরাজ করছিল। যদিও ম্যাচের ঠিক আগ মুহূর্তে পিএসজির স্পোর্টস ডিরেক্টর লুইস কাম্পোস টেলিভিশনে বিষয়টি নিয়ে মন্তব্য করতে বাধ্য হন। এ সময় তিনি বলেন, ‘আমি প্রতিদিনই এমবাপ্পের সাথে থাকি। জানুয়ারিতে সে ক্লাব ছেড়ে যাচ্ছে, এ সম্পর্কিত কোন কথাই সে আমাকে বলেনি।’ ৬২ মিনিটে স্পট কিক থেকে বেনফিকার হয়ে সমতা ফেরান হুয়ায় মারিও। এই জ্রয়ে পিএসজি ও বেনফিকা পাঁচ পয়েন্ট এগিয়ে গ্রুপ-এইচ’র শীর্ষ দুই স্থান দখল করেছে। এদিকে ওমর আটজিলির জোড়া গোলে জুভেন্টাসকে ঘরের মাঠে ২-০ গোলে উড়িয়ে দিয়ে ইতিহাস রচনা করেছে মাকাবি। ম্যাচের পর জুভেন্টাসের সভাপতি আন্দ্রে আগনেলি স্কাই স্পোর্টস ইতালিয়াকে বলেছেন, ‘এই মুহূর্তে যা ঘটে গেল তার জন্য আমি লজ্জিত।’ জুভেন্টাস কোচ মাসিমিলিয়ান আলেগ্রিও সভাপতি মন্তব্যকে মেনে নিয়ে বলেছেন, ‘আগনেলিই সঠিক। তিনি ঠিকই বলেছেন, এই পরাজয়ে আমরা সবাই লজ্জিত।
আরও পড়ুন
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম
চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে ‘পাকিস্তান’ লেখা নিয়ে আপত্তি ভারতের, খেপেছে পিসিবি
মালানের সঙ্গে কী হয়েছিল মাঠে, নিজেই জানালেন তামিম