মাসুম বিল্লাহ ইমরান, খুলনা:
ইসকন নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের মিছিলে উত্তাল খুলনা নগরী। এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে খুলনায় শোক ও সম্প্রীতি সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী ও সাধারন শিক্ষার্থীরা। বুধবার (২৭ নভেম্বর) নগরীর শিববাড়ি মোড়ে এ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এছাড়া সন্ধ্যায় আইনজীবী সাইফুল ইসলাম আলীফের গায়েবানা জানাজা আদায় করেন শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন, যারা বাংলাদেশের জাতীয় পতাকে অবমাননা করেছেন। যার ফলে ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে, তারই প্রেক্ষিতে এই চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই ইসকন এখন দেশে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। ২০২৪ এর গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটিয়েছে আওয়ামী লীগ, আর এখন এই আওয়ামী লীগ ইসকনের হাত ধরে ফিরে আসতে চাচ্ছে।
শিক্ষার্থীরা প্রশাসনকে উল্লেখ করে বলেন, “যে প্রশাসন কোন ঘটনা ঘটার পাঁচ দিন আগে জেনে যেতেন, সেই প্রশাসন এখন কোথায়? এ সময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যের ডিজিএফআই ও এনএসআইয়ের সক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ না জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের বিচার ও ফ্যাসিস্ট সরকারের বিচার হবে, ততক্ষণ দেশের ছাত্র জনতা রাজপথ ত্যাগ করবে না। ছাত্র সমাজ এই সমস্ত জঙ্গিদের প্রতিহত করতে আগামীতেও থাকবে। আমরা সবাই মিলে এই স্বাধীন বাংলা উপভোগ করতে চেয়েছিলাম। কিন্তু সেই পরাজিত শক্তি বারবার মাথা ছাড়া দিয়ে উঠছে, বারবার বিভিন্ন রুপে ফিরে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চাইছে।
শিক্ষার্থীরা আরও বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড যে বা যারা ঘটিয়েছেন তাদের সাবধান করে দিতে চাই, আপনাদের চরম মূল্য দিতে হবে। আমরা দাবি জানাই দ্রুতই এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। বাংলাদেশ ৯২% মুসলমানের দেশ, এই দেশে জঙ্গি সংগঠন ইসকনের হাতে একজন মুসলমানের মৃত্যু হবে আমরা ভাবিনাই।
শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের দেশের সকল ধর্মের ভাই, মা-বোনদের সমান সম্মান করি। কিন্তু ইসকন একটি জঙ্গি সংগঠন, এই সংগঠনকে যারা সামর্থন করবে, সে যেই ধর্মেরই হোক না কেন সে জনগণের শত্রু, এই দেশের শত্রু। বাংলার মাটিতে তার ঠাঁই হবে না।
সমাবেশ বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সাজ্জাদুল ইসলাম বাপ্পি, মিনহাজুল ইসলাম সম্পদ, আব্দুল আহাদ, মহিবুল্লাহ মুহিব, মহররম হাসান মাহিম, শাহারিয়ার ইসলাম, নাজমুল হোসেন ইমরাম, সাকিব রেজা, মিরাজুল ইসলাম ইমন, মোস্তাকিম ইসলাম, হৃদয় ঘরামী, ইসরাত জাহান তৃষা, সুমাইয়া বান্না, শামসুন্নাহার নিশি, আফসা প্রমুখ।
আরও পড়ুন
সততা ও ন্যায়ের পথে থাকতে হবে পুলিশকে : আইজিপি
যে ক্ষতি হতে পারে নিয়মিত ব্রেকফাস্ট এড়িয়ে গেলে
বাংলা একাডেমির সৈয়দ ওয়ালিউল্লাহ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ