অনলাইন ডেস্ক :
সময়টা খারাপ যাচ্ছে মার্কিন সংগীতশিল্পী ও অভিনেতা জো জোনাসের। কয়েকদিন আগেই ভেঙেছে অভিনেত্রী সোফি টার্নারের সঙ্গে চার বছরের সংসার। এরইমধ্যে জো জোনাসের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনলেন তার সাবেক সহকর্মী অ্যালেক্সা নিকোলাস। তিনি জানান, তিনি যখন কিশোরী তখন তার থেকে নগ্ন ছবি চেয়েছেন জো জোনাস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) এক পোস্টে এই অভিযোগ করেছেন তিনি (অ্যালেক্সা নিকোলাস)। সাবেক এই অভিনেত্রী লেখেন, ‘আমাদের যখন পরিচয় হয় তখন আমরা কিশোর-কিশোরী। শুধু বলি জো জোনাস এমন এক পুরুষ যিনি শুদ্ধতার আংটি পরেও নগ্ন ছবি চাইতেন।’ খবর পেজ সিক্সের।
মার্কিন সিটকম ‘জোয়ি ১০১’-এ জো আর অ্যালেক্সা একসঙ্গে কাজ করেছেন। ২০০৫ সালে সম্প্রচার শুরু হয়েছিল এই সিরিজের। তখন এ ঘটনা ঘটে। ছোটবেলা থেকেই জনপ্রিয় জোনাস ব্রাদার্স। নিক, জো ও কেভিন জোনাস তিন ভাই শপথ করেছিলেন বিয়ের পূর্বে যৌন সম্পর্কে লিপ্ত হবেন না। আর এর প্রতীক হিসেবে পরতেন শুদ্ধতার আংটি। যদিও ২০১৩ সালে তারা এই আংটি খুলে ফেলেন। তারা তিন ভাই এখন বিবাহিত। এখন জো জোনাসের সংসারে ভাঙ্গন ধরেছে। কিছুদিন আগেই আদালতে সোফি টার্নারের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জো। দুজনের সম্মতিতেই আলাদা হয়ে যাচ্ছেন এই তারকা দম্পতি। তাদের সংসারে রয়েছে দুই সন্তান।
আরও পড়ুন
দীর্ঘদিন পর ফেরা তারকারা
ভিন্ন পরিচয়ে রিচি
বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় যা বললেন শান