অনলাইন ডেস্ক :
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভূমি পেডনেকর। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার পরবর্তী সিনেমা ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং।’ এটি নির্মাণ করেছেন পরিচালক করন বুলানি। বুধবার মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। এতে নগ্ন অবস্থায় দেখা যায় ভূমিকে। সিনেমায় নায়িকার সাহসী উপস্থিতি নিয়ে জোর চর্চা চলছে নেটদুনিয়ায়। রীতিমতো কটাক্ষের মুখে পড়েছেন তিনি। ট্রেলারে দেখা যায়, ভূমির চরিত্রের নাম কণিকা। তার বয়স তিরিশ বছর। তবে যৌন সমস্যা রয়েছে তার। আর এ নিয়ে ভীষণ আক্ষেপ নায়িকার। ২ মিনিট ৩৭ সেকেন্ড দৈর্ঘ্যরে ট্রেলারের একটি দৃশ্যে ভূমিকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখা যায়।
এ ছাড়া আরও বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায় এই নায়িকাকে। পুরো ট্রেলারে মজার ছলে নানান রকম যৌন সমস্যার কথা বলা হয়েছে। সামাজিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমায়ই বেশি অভিনয় করেছেন ভূমি। আবার একাধিক কাজে সাহসী দৃশ্যেও পর্দায় হাজির হয়ে খবরের শিরোনামে থেকেছেন বিটাউনে। এর আগে ‘লাস্ট স্টোরিজ’ সিনেমায় একাধিক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে ব্যাপক আলোচনা-সমালোচনায় উঠে এসেছিলেন ভূমি। প্রসঙ্গত, আগামী ৬ অক্টোবর মুক্তি পাবে ভূমি অভিনীত সিনেমা ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’।
মূলত কমেডির মোড়কে সাজানো হয়েছে সিনেমার গল্প। এতে আরও অভিনয় করেছেন- শেহনাজ গিল, ডলি সিং, কুশা কপিলা, শিবাণী বেদি, নাতাশা রাস্তোগি, করন কুন্দ্রা প্রমুখ। এ ছাড়া সিনেমাটিতে বিশেষ চরিত্রে দেখা যায় অনিল কাপুরকে।
আরও পড়ুন
দীর্ঘদিন পর ফেরা তারকারা
ভিন্ন পরিচয়ে রিচি
বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় যা বললেন শান