নিজস্ব প্রতিবেদক :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত হয়েছে নাটক ‘আলতা রাঙা’। নজরুলের ‘আলতা স্মৃতি’ কবিতা অবলম্বনে এটির নাট্যরূপ দিয়েছেন আল মনসুর। প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইভোন, লাবণ্য, রমিজ রাজু, কাদেরী, মোতাহার, রিনা রহমান, মনিরুজ্জামান মনির, সুমনা শান্তা, অনন্যা, গাজী রোকনসহ অনেকে। নাটকটি প্রচার হবে ২৭ আগস্ট রাত ৯টায়। নাটকের গল্প প্রসঙ্গে প্রযোজক মাহফুজা আক্তার জানান, বনেদি বাড়ির তরুণী শবনম ও তার সখীরা ছোটাছুটি করে খেলছে। এক তরুণ লাঠি হাতে অদূরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। তার কোমরে বাঁশি। শবনম সখীদের বলে একটা গান গাইতে। তখন শবনমের সখি লাঠিয়ালকে ডেকে এনে বাঁশি বাজাতে বলে। লাঠিয়াল কোমর থেকে বাঁশি বের করে ‘মোর প্রিয়া হবে এসো রানি’ গানটার সুর ওঠায়। এভাবেই এগুতে থাকে নাটকের কাহিনি।
আরও পড়ুন
সানির ‘জাট’ মুক্তির ১ সপ্তাহ, কেমন আয় করছে সিনেমাটি
‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রীর মৃত্যুতে শোকাহত তারকারা
শাকিব খান দেখালেন নৃত্য, নববর্ষে কোন তারকা কী বার্তা দিলেন