November 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 19th, 2025, 6:46 pm

নজরুল বিশ্ববিদ্যালয়ের টিপিএস বিভাগ ও ব্র্যাকের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ (টিপিএস) বিভাগ এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এর মধ্যে দ্বি-পাক্ষিক এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে বিভাগের প্রধানের কক্ষসংলগ্ন কনফারেন্স কক্ষে এই চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।

টিপিএস বিভাগের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন বিভাগের প্রধান ড. মো. কামাল উদ্দীন। ব্র্যাকের পক্ষ থেকে স্বাক্ষর করেন কর্মসূচির সহযোগী পরিচালক শাশ্বতী বিপ্লব।

চুক্তির আওতায় জনপ্রিয় থিয়েটারকে একাডেমিক কার্যক্রমের সঙ্গে যুক্ত করা, গবেষণা–প্রশিক্ষণ, থিসিস, স্ক্রিপ্ট উন্নয়ন, ইন্টার্নশিপ, ফিল্ড ভিজিট ও যৌথ পারফরম্যান্স নিয়ে দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে। সংশ্লিষ্টদের আশা, এতে সমাজভিত্তিক সৃজনশীল কাজ ও নাট্যচর্চায় নতুন সম্ভাবনা তৈরি হবে।

এক বছরের জন্য স্বাক্ষরিত এই চুক্তি পরবর্তী সময়ে নবায়নের সুযোগ থাকবে বলে জানান বিভাগের প্রধান ড. মো. কামাল উদ্দীন।

অনুষ্ঠানে টিপিএস বিভাগের প্রফেসর ড. ইসমত আরা ভূঁইয়া ইলা, সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মামুন রেজা ও মো. আল্ জাবির, সহকারী অধ্যাপক নুসরাত শারমিন তানিয়া ও মো. মাজহারুল হোসেন তোকদার, প্রভাষক কৃপাময় কর ও রুদ্র সাওজাল উপস্থিত ছিলেন।

ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমন্বয়ক পলাশ কুমার ঘোষ, ব্যবস্থাপক কল্লোল বড়ুয়া, জোনাল ম্যানেজার সাজ্জাদুজ্জামান চৌধুরী, জেলা ব্যবস্থাপক মো. নূরুজ্জামান এবং জনপ্রিয় থিয়েটারের সিনিয়র অফিসার মোস্তাফিজুর রহমান।