April 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, April 26th, 2025, 11:07 am

নজরুল বিশ্ববিদ্যালয় ও লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর 

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়ার লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক  স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসকক্ষে এই চুক্তি স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। চুক্তিপত্রে নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষে স্বাক্ষর করেন সহযোগী অধ্যাপক ড. জিহাদ সিরাজ চৌধুরী। স্বাক্ষী হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক ও সংগীত বিভাগের অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এইচ.এম. কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।
চুক্তির মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক বিনিময়, ইন্টার্নশিপ, প্রশিক্ষণ, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, গেস্ট লেকচার এবং যৌথ গবেষণা কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করা হয়। চুক্তি স্বাক্ষর শেষে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিজ নিজ কপি গ্রহণ করেন।