নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রবাসীর শিশু সন্তানকে অপহরণের ঘটনায় নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে আট বছরের শিশু আব্দুল্লাহ মেজবাকে। রবিবার (৩১ আগস্ট) দুপুরে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া শিশু আব্দুল্লাহ মেজবা উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঁঘা গ্রামের প্রবাসী সালাউদ্দীন মৃধার ছেলে।
গ্রেফতারকৃতরা হলেন—ঘাঁঘা উত্তরপাড়া গ্রামের উজ্জ্বল শেখ (৩৬), একই গ্রামের বাবুল লস্করের স্ত্রী রোজিনা বেগম (৩৫), যোগিয়া গ্রামের ভ্যানচালক হানিফের ছেলে জান্নাতুল (২০), বাবুল লস্করের ছেলে সাকিব (১৭)।
পুলিশ জানায়, শিশু আব্দুল্লাহ মেজবাকে অপহরণের মূল পরিকল্পনা করেন উজ্জ্বল শেখ। তিনি ভ্যানচালক জান্নাতুলকে ১০ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেন এবং সহযোগী রোজিনা বেগম ও তার ছেলে সাকিবকে মুক্তিপণের টাকা থেকে ঋণ শোধ করে দেওয়ার আশ্বাস দেন।
গত শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শিশু আব্দুল্লাহ মেজবাকে স্থানীয় উজ্জ্বল শেখের দোকানে গেলে তাকে দুটি ‘হিস্টাসিন’ ট্যাবলেট খাইয়ে অচেতন করা হয়। এরপর জান্নাতুল, রোজিনা ও সাকিবের সহায়তায় শিশুটিকে লোহাগড়া নিরিবিলি পিকনিক স্পটের একটি কক্ষে লুকিয়ে রাখা হয়। সেখানে শিশুটির পাহারায় ছিল রোজিনা বেগম।
ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে উজ্জ্বল শেখ শিশু আব্দুল্লাহর স্বজনদের থানায় গিয়ে অপহরণের অভিযোগ করতে বলেন। কিন্তু তাদের বক্তব্যে অসংগতির কারণে পুলিশের সন্দেহ হয়।
ওসি শরিফুল ইসলাম বলেন, “শিশু অপহরণের ঘটনায় অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। গ্রেফতার চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছ।##
আরও পড়ুন
খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন
বাংলাদেশের রাজনীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি গনমুখী দল। -আতিকুর রহমান মুজাহিদ
সাবেক মন্ত্রী মরহুম আব্দুল আলিমের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল