অনলাইন ডেস্ক :
আরজে ত্রয়ী নামেই তার পরিচয়। রেডিও ধ্বনিসহ বেশকিছু এফএম-এ কাজ করেছেন। এছাড়াও উপস্থাপনায় দীর্ঘদিনের অভিজ্ঞতা। বর্তমান কাজ সম্পর্কে জানতে চাইলে ত্রয়ী বলেন, ‘করোনার পরে সবারই ক্যারিয়ার নতুনভাবে সাজানো হচ্ছে। সেক্ষেত্রে আমিও নতুন কোনো স্টেশনে কাজ শুরু করছি। কিছু অনুষ্ঠানের স্ক্রিপ্ট, নাটক লেখার কাজও করছি।’ এই সময়ের মিডিয়ায় কাজের পরিবেশ প্রসঙ্গে ত্রয়ী বলেন, ‘আমার কাছে মনে হয়, এখনকার কাজের ক্ষেত্রে পরস্পরের পরিচিতিটা বেশি কাজে দিচ্ছে, কারো মেধা থাকলেও হয়তো যোগাযোগ নেই বলে প্লাটফর্ম পাচ্ছে না। আমি মনে করি, চ্যানেল বা এফ এম-এর উচ্চপদস্থদের এই বিষয়ে আরেকটু সচেতন হলে অনেক মেধাবীরাই কাজের সুযোগ পাবে।’ দেশের গুণী সংগীত শিল্পী শাওনকে নিয়ে তাদের সুখের, সুরের সংসার। ত্রয়ী বলেন, ‘দুজনই স্ট্রাগল করছি। এই শিল্পের সঙ্গে বেঁচে থাকার। দেখা যাক কতটুকু পারি। তবে নিজের কাজের কোয়ালিটির ক্ষেত্রে কখনো ছাড় দিতে রাজি নই আমি।’ উল্লেখ্য, মিডিয়ার বিভিন্ন মাধ্যমে কাজ করলেও সম্প্রতি জুয়েল মোর্শেদের একটি গান লিখে বেশ আলোচিত ত্রয়ী। গান লেখার কাজটি নিয়মিত করে যেতে চান কি-না এমন প্রশ্নে ত্রয়ী বলেন, ‘ঐটা হুট করেই একটা নাটকের জন্য লেখা। মুড এলে লিখবো হয়তো। তবে আমার ফোকাস এখন নিজের ক্যারিয়ারকে শক্ত একটা জায়গায় প্রতিষ্ঠিত করা।’
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত