ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু ও তার সরকার পদত্যাগ করেছেন ক্যাবিনেট ঘোষণার এক দিনের মধ্যেই। সোমবার (৬ অক্টোবর) সকালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ঘণ্টার বৈঠকের পর এলিসি প্রাসাদ থেকে তার পদত্যাগের ঘোষণা দেওয়া হয়।
মাত্র ২৬ দিন আগে ফ্রাঁসোয়া বায়রু সরকারের পতনের পর লেকর্নুকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে নতুন মন্ত্রিসভা গঠনের পরই ব্যাপক সমালোচনা শুরু হয়। সমালোচকরা অভিযোগ করেন, লেকর্নুর ক্যাবিনেট পূর্ববর্তী বায়রু সরকারের প্রায় অনুলিপি, যেখানে নতুনত্ব বা রাজনৈতিক ভারসাম্য নেই। ন্যাশনাল অ্যাসেম্বলির বিরোধী দলগুলো অনাস্থা প্রস্তাব আনার হুমকিও দেয়।
এমন অচলাবস্থার মধ্যেই লেকর্নু পদত্যাগের সিদ্ধান্ত নেন। ফলে গত দুই বছরেরও কম সময়ে ফ্রান্সে এটি পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর পরিবর্তন।
বিরোধী দলগুলো এখন আগাম নির্বাচনের দাবি তুলেছে। কয়েকটি দল প্রেসিডেন্ট ম্যাক্রোঁর পদত্যাগেরও আহ্বান জানিয়েছে। তবে ম্যাক্রোঁ স্পষ্ট করেছেন, ২০২৭ সালের আগে তিনি পদত্যাগ করবেন না।
২০২৪ সালের জুলাইয়ে অনুষ্ঠিত আগাম সংসদ নির্বাচনের পর থেকে ফরাসি রাজনীতি অস্থিতিশীল অবস্থায় রয়েছে। কোনো দলই পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সংসদ ঝুলন্ত হয়ে আছে, ফলে সরকারের জন্য আইন ও বাজেট পাস করা কঠিন হয়ে পড়ছে।
প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এবং ম্যাক্রোঁর ঘনিষ্ঠ সহযোগী লেকর্নু সেই জটিল রাজনৈতিক পরিস্থিতিতে মাত্র কয়েক সপ্তাহই টিকে থাকতে পারলেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
আইসিইউতে খালেদা জিয়া
দেশে আইসিইউতে ৪১% রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
গ্রামীণফোনে ভারতীয়দের আধিপত্যের অভিযোগ: ১৩ বছরে ছাঁটাই ৩,৩৬০ বাংলাদেশি কর্মী