January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 20th, 2021, 7:27 pm

নতুন খবর দিলেন পূর্ণিমা

নিজস্ব প্রতিবেদক:

ঢালিউডের পূর্ণিমা তিনি। গ্ল্যামার আর অভিনয়ের আলোয় আলোকিত করেছেন এদেশের সিনেমা। কাজ করেছেন তিনি নাটকেও। ছোটপর্দাতেও সাফল্য তার উল্লেখ করার মতো। বিভিন্ন সময় নানা পণ্যের বিজ্ঞাপনেও দেখা গেছে মিষ্টি হাসির অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমাকে। আজকাল নিয়মিত নন অভিনয়ে। গল্প ও চরিত্র পছন্দ হলে কিছু কাজ করেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি অমিতাভ রেজার ‘মুন্সিগিরি’ ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। এবার অংশ নিলেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। কুমারিকা ব্র্যান্ডের নতুন প্রোডাক্ট ‘ইভা হেয়ার অয়েল’ এর বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রান আউট ফিল্মসের শামীম। গেল ১০ ও ১১ সেপ্টেম্বর রাজধানী ঢাকাতে এর শুটিং সম্পন্ন হয়। পূর্ণিমা এ বিজ্ঞাপন নিয়ে বলেন, ‘অনেকদিন ধরেই বিজ্ঞাপনটিতে কাজের কথা হচ্ছিলো। অবশেষে কাজটি শেষ করে ভালো লাগছে। টিমের মধ্যে যে আন্তরিকতাটা পেয়েছি এক কথায় দারুণ। শুটিং আগেই শেষ হয়েছিলো। ভয়েস ওভার দিতে যাচ্ছি। আশা করছি একটি ভালো টিভিসি হবে এটি।’ নায়িকা আরও সংবাদ দিলেন, শিগগিরই কিছু নতুন কাজের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন তিনি। সেগুলোতে থাকবে চমকও।