January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 23rd, 2021, 7:05 pm

নতুন খবর দিলেন বিদ্যা সিনহা মিম

অনলাইন ডেস্ক :

১০ নভেম্বর নিজের জন্মদিনে বাগদানের খবর দিয়ে চমকে দিয়েছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বিয়ের খবর জানিয়েই ফিরেছেন কাজে। এর পরেই অন্তর্জাল ছবির শুটিংয়ে যান রাজশাহীতে। এবার বিদ্যা সিনহা মিম জানালেন নতুন ছবির খবর। গত শনিবার নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। তার এই সিনেমাটির নাম ‘পথে হলো দেখা’। জাকারিয়া শৌখিনের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করবেন আবু রায়হান জুয়েল। যিনি মুক্তির অপেক্ষায় থাকা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার পরিচালক। মঙ্গলবার পরিচালক জুয়েল বলেন, ‘মিমকে গত শনিবার চুক্তিবদ্ধ করালেও নায়ক কে হবেন এখনো চূড়ান্ত হয়নি। তবে আগামী মাসেই নায়ক চূড়ান্ত করব।’ ‘পথে হলো দেখা’ ছবিটিতে মিমের চরিত্রের নাম প্রার্থনা। মিম বলেন, একটি মিষ্টি প্রেমের ছবি হবে এটি। আমার চরিত্রটিও দারুণ মিষ্টি।’ প্রযোজনাপ্রতিষ্ঠান মাস্টার কমিউনিকেশনের ব্যানারে আগামী ফেব্রুয়ারির শেষ দিকে ‘পথে হলো দেখা’র শুটিং শুরু হবে। ঢাকা, বান্দরবান, সিলেট, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে টানা শুটিং হবে বলে জানান পরিচালক।