নিজস্ব প্রতিবেদক:
বেশ আগেই প্লেব্যাক ও অডিওর নির্ভরযোগ্য কণ্ঠশিল্পী হিসেবে পরিণত হয়েছেন দিলশাদ নাহার কনা। এরইমধ্যে ধারাবাহিকভাবে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। অন্যদিকে ভিন্নধর্মী গায়কি দিয়ে চলতি প্রজন্মের শিল্পীদের মধ্যে একটি ভালো অবস্থান তৈরি করেছেন তানজীব সারোয়ার। এবার অনেকটা সময় পর এই দুই শিল্পী গাইলেন একসঙ্গে। সম্প্রতি নতুন এ গানে কণ্ঠ দিয়েছেন তারা। গানটির কম্পোজিশন করেছেন সাজিদ সরকার। গানটি প্রসঙ্গে কণা বলেন, সাজিদ ও তানজীব দুজনই আমার বেশ প্রিয়। সাজিদের কম্পোজিশন আমার বেশ ভালো লাগে। চলতি প্রজন্মের মধ্যে তানজীবও আমার প্রিয় শিল্পীদের একজন। এবার আমরা একসঙ্গে অনেক দিন পর গাইলাম। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে। তানজীব সারোয়ার বলেন, কণা আপুর সঙ্গে গাওয়ার অভিজ্ঞতা বরাবরই ভালো। তিনি শিল্পী হিসেবে যেমন অসাধারণ, মানুষ হিসেবেও তাই। আমাদের এবারের গানটি শ্রোতাদের মনে ধরবে বলেই বিশ্বাস। এদিকে এ গানের বাইরে কণা বর্তমানে প্লেব্যাক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি বেশ কয়েকটি নতুন গানেও কণ্ঠ দেয়া হয়েছে তার। এগুলো নির্দিষ্ট সময় পর পর প্রকাশ হবে বলে জানালেন তিনি। অন্যদিকে তানজীব সারোয়ারও নতুন গান নিয়ে ব্যস্ত। কয়েকটি গান প্রস্তুত হয়ে আছে। সেগুলো সামনে প্রকাশ হবে।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত