January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 25th, 2022, 7:26 pm

নতুন গানে হাজির সাব্বির নাসির ও সম্পা বিশ্বাস

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাব্বির নাসির এবং কলকাতার জনপ্রিয় গায়িকা সম্পা বিশ্বাসের গাওয়া বিনোদিনী রাই, ধন্য ধন্য গান দুটি এখন দুই বাংলায় বেশ প্রশংসিত। সাফল্যের ধারাবাহিকতায় এবার প্রকাশিত হলো তাঁদের ‘ধ্যানে জ্ঞানে’ শিরোনামের সুফি ঘরনার নতুন গান। গানটির সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। কথা ও সুর করেছেন মুরাদ নূর। কণ্ঠশিল্পী সাব্বির নাসির বলেন, ধ্যানে জ্ঞানে গানটি প্রথমে সলো সুফী ভাবে প্রকাশ করার পরিকল্পনা ছিল। কিন্তু ভাবলাম বিনোদিনী রাইয়ের জুটির মাধ্যমে সুফি-ফোকে নতুন কিছু হোক। তাই গানটি ডুয়েট করা। ভিডিও টিমও অসাধারণ কাজ করেছে। সিতাংশু ঘোষের আর্ট ও গুরু শামসুল হক চিশতীর উপস্থিতি গানচিত্রটিতে অন্য মাত্রা যোগ করেছে। আশা করছি, নতুন এ গানটি সবার ভালো লাগবে। সম্পা বিশ্বাস বলেন, ধ্যানে জ্ঞানে গানটি সাব্বির ভাইয়ের কাছে শুনেছি প্রথমে। ভাল লাগল এক্সপেরিমেন্টের পরিকল্পনাটা। বিশ্বাস করি, আমাদের জুটির আরেকটি প্রশংসনীয় সৃষ্টি হবে এই গান। ধ্যানে জ্ঞানে প্রসঙ্গে মুরাদ নূর বলেন, আমার সুর করা ‘আমারে দিয়া দিলাম তোমারে’ গানটি জনপ্রিয় হওয়ার পর থেকেই সাব্বির ভাই লোকজ, সুফি গানের প্রতি দুর্বল হয়ে পরে। তারপর থেকেই আমাদের বেশি লোকজ গানের সৃষ্টি। গানটি মূলত সাব্বির ভাইয়ের জন্যই প্রথমে করা। পরবর্তীতে গানটি দুজনের ডুয়েট গানে নবরুপ ধারণ করেছে। আশা করি শ্রোতাদের মনে ঠাঁই পাবে আমাদের এ অনন্য সৃষ্টি। ‘ধ্যানে জ্ঞানে’ গানটির বাঁশীতে কাজ করেছেন জালাল. হারমোনিয়ামে আলম বয়াতী, দোতরায় সুমন আরাফাত, মন্দিরায় আশিত, মিক্স মাস্টারিংয়ে সালমান জাইম. সেট ডিজাইনে সীতাংশু ঘোষ, ডিওপি হিসেবে তাহসীন এবং প্রীতুল এবং সম্পাদনায় কাজ কাজ করেছেন ইভান।