January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, June 25th, 2022, 7:41 pm

নতুন গান নিয়ে আসছে আঁখি আলমগীর

অনলাইন ডেস্ক :

দূরে থাকা প্রিয় মানুষকে নিয়ে ভিন্ন অনুভূতির গান করলেন গায়িকা আঁখি আলমগীর। গানের শিরোনাম ‘পিয়া গিয়েছে দুবাই’। গানটির কথা লিখেছেন ভারতের অনেক জনপ্রিয় গানের গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়। সুর ও সংগীতায়োজন করেছেন আরেক জনপ্রিয় সংগীত পরিচালক আকাশ সেন। সম্প্রতি ভারতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ভিন্ন ঘরানার এই গানটি নিয়ে আঁখি আলমগীর অনেকটাই উচ্ছ্বসিত। গানটির ভিডিওতে তিনি নাচেগানে মাতোয়ারা হয়েছেন একঝাঁক তরুণীর সঙ্গে। আঁখি আলমগীর জানালেন, ‘যারা নাচতে পছন্দ করে, এনজয় করতে পছন্দ করে, তাদের খুবই ভালো লাগবে এই গানটি। একটি সুইট সং এটি। যাদের ভালোবাসার মানুষ দূরে থাকে তারা গানটি ফিল করতে পারবে। গানটিকে আমরা কিছুটা অ্যান্ড ড্যান্সের মিশেলে উপস্থাপন করছি শ্রোতাদের কাছে। আমি আশা করছি, শ্রোতা-দর্শকদেরও গানটি ভালো লাগবে।’ ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানিয়েছে, আসন্ন ঈদুল আজহায় গানটির ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে।