অনলাইন ডেস্ক :
একের পর এক শ্রোতাপ্রিয় গান উপহার দিচ্ছেন চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী ইমরান মাহমুদুল। গান গাওয়ার পাশাপাশি তার সুর ও সংগীত পরিচালনায় অন্য শিল্পীর গানও পাচ্ছে শ্রোতাপ্রিয়তা। এই ধারাবাহিকতায় এবার ইমরান শ্রোতাদের উপহার দিতে যাচ্ছেন এক নতুন গান। গানটির শিরোনাম ‘কে রাখে আমারে’। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানে ইমরানের সঙ্গে থাকছেন সৌমি। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন জিসান খান শুভ। সঙ্গীতায়োজন করেছেন ইমরান নিজে। ত্রিভুজ প্রেমের দারুণ এক গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ‘কে রাখে আমারে’ গানটিতে ইমরানের সাথে ভিডিওতে সৌমির সাথে আরও আছেন আদর আহমেদ। ইমরান বলেন, জিসান খান শুভ আমার পছন্দের একজন সুরকার। ওর গীতিকবিতা গুলোও চমৎকার। প্রথমবার জিসানের কথা ও সুরে গান করলাম। খুবই চমৎকার কথা ও সুরের গান ‘কে রাখে আমারে’। আর চন্দন দা’র ভিডিও মানেই ভিন্ন কিছু। এবারও তার ব্যতিক্রম হয় নি। সব মিলে গানটিতে শ্রোতা-দর্শকরা ভিন্ন কিছু চমক পাবে। আশা করছি তাদের ভালো লাগবে গানটি। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আজ বৃহস্পতিবার তাদের ইউটিউবে প্রকাশ করা হবে ‘কে রাখে আমারে’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন অ্যাপে।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!