অনলাইন ডেস্ক :
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সহযোগিতায় পরিকল্পিতভাবে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণির সকল বুদ্ধিজীবীকে হত্যা করে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের সেই করুণ স্মৃতি মনে করিয়ে দিতে দায়িত্ববোধের জায়গা থেকে নতুন গান নিয়ে এলো সময়ের জনপ্রিয় ব্যান্ড ‘ঘুণপোকা’। গানটির শিরোনাম ‘১৪ই ডিসেম্বর, ১৯৭১’। গানটি লিখেছেন অনিরুদ্ধ রনি আর সুর সংযোজনায় ছিলেন মনোয়ার বাবু ও ঘুণপোকা। গানটির সংগীতায়োজন ও পরিকল্পনায় ছিলেন আজব রেকডর্স এর শব্দপ্রকৌশলী ফরহাদ ও নিলয়। গানটির ভিডিওগ্রাফি ও ভিডিও সম্পাদনায় সহযোগিতা করেছেন মারনিয়া ওয়ারসান নীগান আবতাহী রায়াত আয়ান। গানটির সৃষ্টি ও অনুভূতি নিয়ে ড্রামার এন্টনি বলেন,‘গানটি লেখা হয় এক অনুভবের জায়গা থেকে, এক দায়িত্ববোধের জায়গা থেকে। গানটা বেশ আগে তৈরি করা। আমরা ব্যান্ডের সদস্যরা একদিন রায়েরবাজার বধ্যভূমিতে যাই। সেখানে বেশ খানিকটা সময় আমরা নিজেরা আশপাশে ঘুরে দেখি। সূর্যোদয়ের সময় বধ্যভূমির সৌধের চৌকোনা ফাঁকা জায়গাটা দিয়ে সূর্যের ওঠা দেখা আমাদের মধ্যে এক ভিন্ন তাড়নার জন্ম দেয়। আমরা গানটাকে নতুনভাবে শ্রোতাদর্শকের সামনে নিয়ে আসার পরিকল্পনা করি। আমরা ঠিক যেভাবে হেঁটে গিয়েছি, যেভাবে দেখেছি সেই অনুভবকেই তুলে ধরেছি ‘১৪ ডিসেম্বর, ১৯৭১’ গানটির চিত্রায়নে।’ গানটি নিয়ে ব্যান্ডের গিটারবাদক মাইকেল দাস বলেন, ‘আমরা চেয়েছি নতুন প্রজন্ম আমাদের এই ভাবনা, শোক আর শক্তির জায়গাকে ধারণ করুক। ভেতরে নিয়ে বেড়ে উঠুক। তাই আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে অন্তর্ভুক্ত করেছি চিত্রায়ন ও সম্পাদনার কাজে।’
আরও পড়ুন
অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’