January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 26th, 2022, 8:28 pm

নতুন গান নিয়ে ফিরলেন রিংকু

অনলাইন ডেস্ক :

আবারও গানে ফিরলেন বাউল, মরমি ও সুফি ঘরানার তরুণ গায়ক রিংকু। তবে তার আগে গত বছরটা এক বিভীষিকাময় সময় কাটিয়েছেন প্রতিযোগিতা থেকে উঠে আসা এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। ২০২০ সালের ডিসেম্বরে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গিয়েছিলেন তিনি। আর এ কারণে ফিরে গিয়েছিলেন গ্রামে। গত আগস্টের শেষে আবার ঢাকায় ফেরেন। তখনই আস্তে আস্তে সম্পৃক্ত হতে থাকেন গানে। আর এবার এলো এ গায়কের নতুন কাজ ‘রঙিলা নৌকা’। শাকির দেওয়ানের কথায় দেহতত্ত্বের এ গানটির সুর করেছেন হাবিব মোস্তফা। সংগীতায়োজন আছেন অণু মোস্তাফিজ। জেজেআর মিউজিক স্টেশনের ব্যানারে সোমবার গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশিত হয়েছে। হাবিব মোস্তফার সুরে এর আগে ‘জিকির’ ও ‘মানবসেবা’ শিরোনামের দুটি গানে পাওয়া গিয়েছিল রিংকুকে। নতুন কাজটি প্রসঙ্গে রিংকু বলেন, ‘‘শ্রোতারা আমার কাছে যে ধরনের গান প্রত্যাশা করেন, ‘রঙিলা নৌকা’ তেমন একটি কাজ। এর বাণীর গভীরতা যেকোনও মানুষকে স্পর্শ করবে। সুরের ভেতরেও সহজাত একটি দোলা রয়েছে।’’ এদিকে রিংকু জানান, তিনি এখন বেশ ভালো আছেন, সুস্থ আছেন। এ গায়ক এর আগে নিজের অসুস্থতা প্রসঙ্গেবলেছিলেন, ‘দ্বিতীয়বারের মতো স্ট্রোক হয়েছিল। এরপর আমার ডান পা ও হাত প্যারালাইজড হয়ে যায়। তখন থেকে গ্রামেই ছিলাম। এখন পুরোপুরি আগের মতোই সক্রিয় হয়েছে হাত-পা।’