July 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 6th, 2023, 8:12 pm

নতুন গান নিয়ে বিপ্লব

অনলাইন ডেস্ক :

নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড প্রমিথিউসের ভোকাল ছিলেন বিপ্লব। তার গাওয়া ‘স্বর্ণালি ভোরে’ গানটি কে না শুনেছে!। নব্বই দশকজুড়ে গানে-গানে শ্রোতাদের মাতিয়েছেন এই কণ্ঠশিল্পী। এমনকি শূন্য দশকেও পূর্ণ ছিল তার সাফল্য। পরবর্তী সময়ে তিনি ছিটকে পড়েন সংগীতের নক্ষত্রলোক থেকে। একসময় বিপ্লব পাড়ি জমান যুক্তরাষ্ট্রে, দীর্ঘদিন ধরেই নিউইয়র্কে বাস করছেন তিনি। সেখানে যাওয়ার পর ধীরে ধীরে গান থেকে অনিয়মিত হয়ে পড়েন বিপ্লব। তবে গানের মানুষ থাকতে পারেননি গান ছাড়া। সম্প্রতি নিজের বিরতি কাটিয়ে নতুন গান প্রকাশ করতে শুরু করেছেন বিপ্লব। দুই মাস আগে প্রকাশ পায় তার একটি গান, গানের শিরোনাম- ‘আমি অনেক দিনের পরে আবার’। রমজানের প্রথম দিনে বিপ্লব এনেছেন আরও একটি গান। ‘মক্কার আজান’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা, সুর ও সংগীত করেছেন বিপ্লব নিজেই। যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে এর দৃশ্য-ধারণ করা হয়েছে। ‘মক্কার আজান’ গানটি উন্মুক্ত করা হয়েছে বিপ্লবের নিজস্ব ইউটিউব চ্যানেলে।