অনলাইন ডেস্ক :
বলিউড সুপারস্টার রণবীর সিং। একের পর এক ধামাকা সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন। তার অভিনীত সিনেমাগুলো ব্যাবসায়িকভাবেও সফল। এবার তিনি যশ রাজ ফিল্মসের ‘জয়েশভাই জোর্দার’ সিনেমায় অভিনয় করেছেন। মনীশ শর্মা প্রযোজনা করছেন এটি। বহুল প্রতীক্ষিত সিনেমাটি ১৩ মে মুক্তি পাবে। রণবীর মনে করেন, ‘জয়েশভাই জোর্দার’ – এর অনুপ্রেরণামূলক গল্প দিয়ে সবার মন জয় করে নেবেন। গত বৃহস্পতিবার সিনেমাটির একটি টিজার ইউটিউবে প্রকাশ হয়েছে। এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বেশ প্রশংসাও পাচ্ছে। ভারতীয় গণমাধ্যমে রণবীর বলেছেন, ‘আমার পরামর্শদাতা আদিত্য চোপড়া একদিন আমাকে ডেকেছিলেন এবং তিনি বলেছিলেন ‘আমি একটি অসাধারণ স্ক্রিপ্ট পেয়েছি এবং আমি চাই আপনি এটিতে কাজ করুন।’ আমার কাছে কাহিনটি অসাধারণ লেগেছিলো। আমি তখন সেখানে এই সিনেমার অংশ হতে রাজি ছিলাম। আমি সবসময় চাই অন্য রকম কাহিনিতে অভিনয় করতে।’ তিনি আরও বলেন, ‘আমি সর্বদা আশা, প্রার্থনা এবং কামনা করেছি, আমার কাজ যেন আমি পুনরাবৃত্তি না করি। আমার চরিত্রগুলো একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা।’
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!